You have reached your daily news limit

Please log in to continue


৫ অগাস্টের পেছনে যুক্তরাষ্ট্র? ‘বিশ্বাস করেন না’ শেখ হাসিনা

আওয়ামী লীগ নেতৃত্বধীন সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো বিদেশি শক্তি ‘সক্রিয়ভাবে সম্পৃক্ত’ ছিল বলে ‘বিশ্বাস করেন না’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে অর্থনীতিবিদ হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রভাবশালী পশ্চিমা সমর্থকদের একটি বলয় তৈরি করতে পেরেছিলেন বলে মনে করেন তিনি।

ভারতভিত্তিক সংবাদমাধ্যম ‘নিউজ এইটটিনে’ বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এমন পর্যবেক্ষণ তুলে ধরেন, যিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দিল্লিতে অবস্থান করছেন।

সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান, অভ্যুত্থানের সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভূমিকা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা, বাংলাদেশে উগ্রপন্থি দলের ‘উত্থান’ ও ভারতের ভূমিকাসহ নানা বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের সভাপতি।

সাক্ষাৎকারের শুরুতে শেখ হাসিনার কাছে নিউজ এইটটিনের সাংবাদিক মনোজ গুপ্ত জানতে চান, তিনি সুনির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য বা হুমকির পরিপ্রেক্ষিতে ঢাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন? এটা কি সত্যিই কোনো অভ্যুত্থানের চেষ্টা ছিল, না কি কমান্ড কাঠামো ভেঙে পড়েছিল, না কি নিজের নিরাপত্তা বলয়ের ‘নীরব সম্মতির’ কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

জবাবে শেখ হাসিনা বলেন, এক সময়ের শান্তিপূর্ণ আন্দোলন অগাস্টের শুরুতে উগ্রপন্থি একটা অংশের নেতৃত্বে নৈরাজ্যকর পরিস্থিতিতে রূপ নেয়। ছাত্রদের কোটাবিরোধী আন্দোলন থেকে পরিস্থিতি অনেক দূরে চলে যায়।

“এটা ঠিক যে ষড়যন্ত্রের পুরো চিত্রটা অনেক পরে গিয়ে স্পষ্ট হয়। যখন ইউনূস সহিংস আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে দেন এবং আমাদের সময়কার তদন্ত কার্যক্রম বিলুপ্ত করেন, তখন স্পষ্ট হয়ে ওঠে যে, সরকার উৎখাত করার জন্য একটা ছক কষা হয়েছিল।”

তিনি বলেন, “ওই সময়টায় দেশ ছাড়াটা বাঁচা-মরার বিষয় হয়ে দাঁড়ায়। আমি দেশ ছাড়তে চাইনি। কিন্তু আমাকে স্পষ্ট করে বলা হল, আমি থেকে গেলে শুধু আমার জীবন নয়, আমার চারপাশের মানুষের জীবনও ঝুঁকির মধ্যে পড়বে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন