সঞ্চয়পত্রের মুনাফা হ্রাস: বিপাকে নির্ভরশীল পরিবারগুলো
বাংলাদেশে সঞ্চয়পত্র কেবল একটি বিনিয়োগ মাধ্যম নয়, এটি লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার প্রতীক। বিশেষ করে বয়স্ক নাগরিক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, শিক্ষক, প্রবাসীদের পরিবার, ও বিধবা নারীদের জন্য সঞ্চয়পত্রের মুনাফা প্রায় একমাত্র মাসিক আয়ের উৎস। তাই যখন সরকার সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর ঘোষণা দেয়, তখন তা নিছক একটি অর্থনৈতিক সিদ্ধান্ত থাকে না; এটি হয়ে দাঁড়ায় হাজারো পরিবারের জীবিকা ও মানসিক স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলা এক সামাজিক ঘটনা।
২০২৫ সালের জুলাই মাসের শুরুতেই অর্থ মন্ত্রণালয় সঞ্চয়পত্রের সুদহার কমানোর প্রজ্ঞাপন জারি করে। আগে যেখানে পরিবার সঞ্চয়পত্রে পাঁচ বছরের মেয়াদ শেষে মুনাফার হার ছিল প্রায় ১২.৫০ শতাংশ, সেখানে তা নামিয়ে আনা হয়েছে ১১.৯৩ শতাংশে। একইভাবে পেনশনার ও বাংলাদেশ সঞ্চয়পত্রসহ প্রায় সব ধরনের স্কিমে মুনাফার হার গড়ে ০.৫ থেকে ০.৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। প্রথম দর্শনে এটি তেমন বড় পার্থক্য মনে না হলেও, বাস্তবে এটি একটি বড় আঘাত— বিশেষ করে যাঁরা মাসে ৩০ থেকে ৫০ হাজার টাকার মুনাফায় জীবনযাপন করেন, তাঁদের জন্য।