ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী যাঁদের
বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর কাছে ইনস্টাগ্রাম এখন সবচেয়ে জনপ্রিয় ছবি ও ভিডিও আদান–প্রদানের মাধ্যম হিসেবে। পোস্ট, রিলস ও স্টোরি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিতে পারেন সহজেই। এই প্ল্যাটফর্মে তারকারাও বেশ সক্রিয়, রয়েছে তাঁদের বিপুল অনুসারীও। সোশ্যাল ব্লেডের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী থাকা শীর্ষ ১০ তারকার তালিকা নিচে দেওয়া হলো।
১. ক্রিশ্চিয়ানো রোনালদো: ৬৬.৭ কোটি অনুসারী
ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী থাকা ব্যক্তি পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমানে তাঁর অনুসারীর সংখ্যা ৬৬.৭ কোটি। রোনালদোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফুটবল মাঠের ছবি, অনুশীলনের মুহূর্ত এবং বর্তমান ক্লাব আল নাসরকে ঘিরে নানা পোস্ট পাওয়া যায়। কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ঘোষণার পোস্টে রোনালদোর মন্তব্য ইতিমধ্যে ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পাওয়া মন্তব্য হিসেবে রেকর্ড গড়েছে।