বন্ড সফটওয়্যারে সাইবার হামলা
কাস্টমসের অ্যাসাইকুডা সফটওয়্যারের পর এবার কাস্টম বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে (সিবিএমএস) সাইবার হামলা হয়েছে। খোদ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের আইডি থেকে ম্যালওয়ার (ভাইরাস আক্রমণ) ছড়ানো হয়। এ কারণে দুইদিন সফটওয়্যার ডাউন থাকায় বন্ডাররা (ব্যবহারকারী) ইউপি (ইউটিলাইজেশন পারমিশন) ইস্যু করতে পারেননি। অবশ্য ফায়ারওয়াল কার্যকর থাকায় ডেটা (তথ্য) চুরি হয়নি। সিস্টেমে কীভাবে ম্যালওয়ার প্রবেশ করেছে, তা শনাক্তে এনবিআর-এর আইটি টিম ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান কাজ করছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমটি ডেভেলপ করে বেসরকারি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রিভ সিস্টেম। এটি অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সার্ভার মেশিনে হোস্ট করা। এর সার্ভার, নেটওয়ার্ক ও ফায়ারওয়াল নিয়ন্ত্রণ করে এনবিআর-এর অ্যাসাইকুডা টিম। বৃহস্পতিবার অফিস শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে বন্ড সিস্টেমে ম্যালওয়ারের উপস্থিতি শনাক্ত করে অ্যাসাইকুডা টিম। রিভ সিস্টেমের দুটি আইডি থেকে ভাইরাসটি ছড়ায়।
ভাইরাসের উপস্থিতি টের পেয়ে অ্যাসাইকুডার ফায়ারওয়াল সক্রিয় হয় এবং রিভ সিস্টেমের আইডি বন্ধ করে দেয়। রোববার বিকালে ফায়ারওয়ালের কন্ট্রোল বাইপাস করে সিস্টেম চালু করা হয়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ম্যালওয়্যার
- সাইবার হামলা