শোবিজ তারকাদের সমর্থনে আপ্লুত মিথিলা
চলতি বছরের সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতে নেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সেই সঙ্গে অর্জন করেন ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ। আসন্ন থাইল্যান্ডে অনুষ্ঠেয় ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর ৭৪তম প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশ থেকে লড়ছেন তিনি। ১২১টি দেশের সুন্দরীরা লড়ছেন শ্রেষ্ঠত্বের মঞ্চে।
গত অক্টোবরের শেষ দিকে তিনি উড়াল দিয়েছেন থাইল্যান্ডে, যেখানে এখন চলছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার প্রস্তুতি ও ভোটগ্রহণ কার্যক্রম। বিশে^র জানা গেছে, ইতিমধ্যে তিনি পেয়েছেন ৭০ হাজারেরও বেশি ভোট, যা তাকে যেমন বিস্মিত করেছে, তেমনি অনুপ্রেরণাও জুগিয়েছে। আগামী ২১ নভেম্বর হবে ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর গ্র্যান্ড ফিনালে। গত কয়েক দিনে একাধিক ইভেন্টে সেরা পাঁচে জায়গা করেছেন মিথিলা। শুধু তা-ই নয়, অনেকেই ভারত ও বাংলাদেশের প্রতিযোগীকে মিস ইউনিভার্স হওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখছেন, যেটা কি না দেশের জন্য একটি বড় ব্যাপার বলেও মনে করা হচ্ছে।