হাঁটুতে শব্দ হওয়ার কারণ ও চিকিৎসা
দেশ রূপান্তর
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১০:২৮
হাঁটতে চলতে গেলে অনেকেই বলেন হাঁটুতে শব্দ হয়। আসলে হাঁটুতে শব্দ হওয়া কী? অনেকে ‘কটকট’ বা ‘খচখচ’ শব্দ বলেন। কি স্বাভাবিক, না অস্বাভাবিক? হাঁটাহাঁটি করার সময় বা সিঁড়ি ভাঙার সময় অনেক ক্ষেত্রে হাঁটুতে অস্বাভাবিক শব্দ শোনা যায়। এই শব্দকে চিকিৎসাবিজ্ঞানে বা মেডিকেলের ভাষায় বলে ক্রিপিটাস। সাধারণত এটি তেমন গুরুতর নয়, তবে কখনো কখনো এটি হাড় বা জয়েন্টের রোগের ইঙ্গিতও হতে পারে। লিগামেন্ট ইনজুরি, মেনিসকাস টিয়ার বা ফ্র্যাকচারের ইতিহাস থাকলে হাঁটু থেকে অস্বাভাবিক শব্দ হতে পারে।
হাঁটুতে শব্দ হওয়ার সম্ভাব্য কারণ
কার্টিলেজ ক্ষয় (অস্টিওআর্থ্রাইটিস): বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুর কার্টিলেজ বা তরুণাস্থি পাতলা হয়ে যায়। ফলে হাড়ের সঙ্গে হাড় ঘষা লেগে খচখচ শব্দ হয়। এর সঙ্গে ব্যথা, ফোলা বা শক্ত হয়ে যাওয়া দেখা দিতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হাঁটু
- হাঁটু ব্যথা
- হাঁটুর ব্যথা