নতুন পরিচয়ে সৃজিত
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৪:৩০
ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি এবার নতুন পরিচয়ে দর্শকদের মাঝে হাজির হলেন। সৃজিতের ‘মিউজিক সেন্স’ যে বরাবরই ভালো তা ২০১০ সালে যখন ‘অটোগ্রাফ’ তৈরি করেছিলেন, সেসময়ে অনুপম রায়ের সঙ্গে তার যুগলবন্দি সাড়া ফেলেছিল।
পরবর্তীতেও সৃজিত-অনুপম জুটি শ্রোতামহলের প্রশংসা কুড়িয়েছেন। শুধু তাই নয়, অতীতে নিজের সিনেমার বাইরে অন্য পরিচালকদের ছবির জন্যেও গান লিখেছেন সৃজিত। এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সৃজিত তার নিজস্ব সিনেমায় বরাবরই গান নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। কাকে দিয়ে কোন গানের সুর করালে ‘ক্লিক’ করবে, সেটা তার ভালোই জানা। তবে এর আগে নিজের ছবির গান লিখলেও সুর করেননি।