তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসির পর্ষদ তাদের গ্রুপ থেকে নেওয়া ঋণের অর্থের বিপরীতে নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি তাদের পরিচালনা পর্ষদের থেকে ৪৯ কোটি টাকার বেশি ঋণ নিয়েছে। ওই ঋণ সমন্বয়ে নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স।
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত তাদের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন এবং বিনিয়োগকারীদের সম্মতি নিয়ে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।