বায়ুদূষণের কারণে সৃষ্ট মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকি

জাগো নিউজ ২৪ এ বি এম আবদুল্লাহ প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৩:৩২

জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বড় বড় শহরগুলোতে বায়ুদূষণ এক মারাত্মক সমস্যা। শিশু থেকে বৃদ্ধ সকলেই বায়ুদূষণের ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হচ্ছেন এবং দিন দিন এই স্বাস্থ্য সমস্যাগুলো আরো বেড়েই চলছে। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে বায়ু অন্যতম। নির্মল ও পরিচ্ছন্ন বায়ু আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য অনিবার্য, সুস্বাস্থ্যের জন্য সহায়ক। তাই বায়ু দূষণ প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব।


সম্প্রতি "বিশ্ব ধরিত্রী দিবস ২০২৫" বায়ু দূষণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এর উদ্যোগে আলোচনায় জানা যায় ঢাকায় গত ৯ বছরে মানুষ মাত্র ৩১ দিন নির্মল বা ভালো বায়ুতে নিশ্বাস নিতে পেরেছে। আর বিগত ২০২৪ সালে মানুষ সবচেয়ে ভালো বায়ুমান পেয়েছে মাত্র ২ দিন এবং সবচেয়ে খারাপ বায়ুমান ছিল ৩৫ দিন। সংস্থাটি বলছে ঢাকাবাসী ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৯ বছরে (৩,১১৪ দিন) মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিশ্বাস নিয়েছে, যা গত ৬ বছরের মধ্যে মাত্র ১ শতাংশ সময়। এছাড়া ৬২৪ দিন (২০%) মাঝারি বায়ু, ৮৭৮ দিন (২৮%) সংবেদনশীল বায়ু, ৮৫৩ দিন (২৭%) অস্বাস্থ্যকর, ৬৩৫ দিন (২১%) খুব অস্বাস্থ্যকর এবং ৯৩ দিন (৩%) পেয়েছে দুর্যোগপূর্ণ বায়ু। ২০২৪ সালের সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ বায়ুমানের দিন সংখ্যা ছিল যথাক্রমে ২ ও ৩৫ দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও