এই সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া তারকার নাম বললে হয়ত বেশিরভাগই হামজা চৌধুরীর নাম নিবেন। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার শেকড়ের টানে বাংলাদেশের জার্সি গায়ে চাপাতেই বিপুল উন্মাদনায় ভেসেছেন মানুষ। ফুটবলে এসেছে নতুন জাগরণ। হামজাও তার সময়টা বেশ উপভোগ করছেন। বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার আয়োজনে গিয়ে বলেছেন, জাতিকে গর্বিত করতে পারা তার সৌভাগ্য।
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গতকালই বাংলাদেশে আসেন হামজা। মঙ্গলবার সকালে রবি কর্পোরেট অফিসে ব্র্যান্ড অ্যাম্বেসডর হিসেবে স্বাক্ষর করতে যান হামজা।
মায়ের দেশের সূত্রে লাল সবুজ পাসপোর্ট নিয়ে নানান ধাপ পেরিয়ে এশিয়ান কাপ বাছাই দিয়েই বাংলাদেশের হয়ে নামেন হামজা। ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক ফুটবল খেলার অভিজ্ঞতা থাকা এই মিডফিল্ডার লেস্টার সিটিতে খেলেন।