জুলাই সনদ নিয়ে অচলাবস্থা: দলগুলো একমত না হলে সরকারের সিদ্ধান্ত ১৩ নভেম্বর
ডেইলি স্টার
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১২:৪২
জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো অভিন্ন মতামত দিতে না পারলে বৃহস্পতিবার সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত নেবে।
সরকারের দেওয়া এক সপ্তাহের সময়সীমা শেষ হলেও সংস্কার নিয়ে গণভোটের সময়সূচি, বাস্তবায়নের আদেশ ও নোট অব ডিসেন্টের বিষয়ে কোনো দলই অবস্থান বদলায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসন আরও কয়েকদিন অপেক্ষা করবে। তবে এই অচলাবস্থা চলতে থাকলে সরকার উদ্যোগ নিয়ে ব্যবস্থা নিতে প্রস্তুত।
এ বিষয়ে জানতে চাইলে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় আছি। না পেলে ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) আমরা সিদ্ধান্ত নেব।'