৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় যুক্তরাষ্ট্র
কূটনৈতিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশ যেন মার্কিন পণ্য আমদানি বাড়ায় এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমায়। ২০২৫ সালের শুরুতে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি তাদের অগ্রাধিকারের তালিকায় আছে।
সূত্রগুলো জানায়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পাঁচ দিনের ওয়াশিংটন সফরে এসব বিষয়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
ইতোমধ্যে গত বুধবার ওয়াশিংটনে পৌঁছেছেন খলিলুর রহমান। গতকাল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠক করার কথা ছিল। বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরেরও যোগ দেওয়ার কথা ছিল।
ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরে শুরুতে বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও বুধবার রাতে তিনি নয়াদিল্লির উদ্দেশে রওনা দেন।