অপর্ণা সেনের আক্ষেপ যেখানে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১২:৪০
অভিনয় শুরু শৈশবে আর ৮০ বছরের জীবনে ৪০ বছর ধরে নির্মাণে আছেন তিনি। তবুও তার মূল পরিচিতি কেবল অভিনেত্রী হিসেবেই। নিজেকে নিয়ে এই আক্ষেপের কথা বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী অপর্ণা সেন।
‘দ্য ওয়ার্ল্ড অব অপর্ণা সেন’ বই প্রকাশের অনুষ্ঠানে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে এ কথা বলেছেন তিনি।
অপর্ণা বলেন, “এখনও আমার পরিচয় দিতে গিয়ে সবাইবলেন, ‘স্বনামধন্য অভিনেত্রী’। ৪০ বছর পরেও কেউ আমার পরিচালনার কথা সেভাবে উল্লেখ করেন না!”