অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন
৯০ আর ছোঁয়া হলো না। এর আগেই না–ফেরার দেশে চলে গেলেন বলিউডের প্রথম হি-ম্যান ধর্মেন্দ্র। ১১ নভেম্বর মঙ্গলবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করলেন এই কিংবদন্তি অভিনেতা। ইন্ডিয়া টুডে,মিড ডেসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বেঁচে থাকলে আগামী ৮ ডিসেম্বর ৯০ ছুঁতে ‘শোলে’ অভিনেতা।
ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সমগ্র ভারতীয় চলচ্চিত্র–দুনিয়ায়। তাঁর অসংখ্য অনুরাগী শোকাহত। অন্তর্জালে সবাই শেষশ্রদ্ধা জ্ঞাপন করছেন ধর্মেন্দ্রকে। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন স্ত্রী হেমামালিনী, দুই ছেলে সানি ও ববি দেওল, আমিশা প্যাটেল, শাহরুখ খান, সালমান খানসহ অনেকে।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এক সপ্তাহের বেশি সময় আগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। আর অভিনেতাকে লাইফ সাপোর্টে রাখা হয়।