এআই কি অনলাইন নিগ্রহ, নিপীড়ন ও নির্যাতনের নতুন হাতিয়ার?
বর্তমান পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার পৃথিবী। মহাকাশ গবেষণার উপাত্ত বিশ্লেষণ থেকে শুরু করে একজন গৃহিণীর আটপৌরে কেনাকাটার তথ্য বিশ্লেষণ, মানুষের স্বভাব ও মনোভাব, এমনকি ভবিষ্যৎ পরিকল্পনার পথরেখা নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হচ্ছে।
বিজ্ঞানের নবতর এই আবিষ্কার আগামী কয়েক বছরে পৃথিবীতে যে কী ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যা অনেকের কল্পনাতেই নেই। তবে এই নতুন প্রযুক্তি যে মানুষের জীবনকে প্রবলভাবে প্রভাবিত করবে তাতে থাকার কথা নয়। এই প্রভাব ও পরিবর্তনের একটি দিক নিশ্চিতভাবেই নেতিবাচক।
মানবসমাজের প্রবণতা বিশ্লেষণ করে প্রবন্ধকার প্রমথ চৌধুরী অনেক আগেই বলেছিলেন, স্বাস্থ্য নয় ব্যাধিই সংক্রামক। আর ইন্টারনেট নির্ভর পৃথিবীতে এই সংক্রমণের প্রকোপ খুবই মারাত্মক। শুধুমাত্র একটি ক্লিকেই এই ভাইরাস ছড়াতে পারে মহামারির গতিতে।
- ট্যাগ:
- মতামত
- কৃত্রিম বুদ্ধিমত্তা