সিআরআইয়ের নামে ‘অর্থ আত্মসাৎ’: জয়, পুতুল ও ববিসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ২০:০৪

‘নিবন্ধন ছাড়াই’ কর অব্যাহতি নেওয়া, কর অব্যাহতি সুবিধা নিয়ে তহবিল ‘আত্মসাৎ’ এবং বিপুল অর্থ স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


মামলায় সিআরআই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি এবং শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ আটজনকে আসামি করা হয়েছে।


অভিযোগে বলা হয়েছে, সিআরআইয়ের অনুকূলে জমা করা তহবিলের ১৫ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার ৫২১ টাকা ‘আত্মসাৎ’ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের ‘নিবন্ধন না থাকার পরও’ সিআরআই কর অব্যাহতি সুবিধা নিয়েছে, তাতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে।


এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে ‘অস্বাভাবিক’ লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর করে ‘মানি লন্ডারিংয়ের অপরাধ’ করার অভিযোগ আনা হয়েছে মামলায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও