অভিযুক্ত প্রায় সবাই বিসিবির নানা পদে বা বিভিন্ন দায়িত্বে আছেন। তাই বিসিবির গঠিত তদন্ত কমিটি কার্যকারিতা নিয়ে আবারও সংশয় প্রকাশ করলেন তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক অধিনায়কের দাবি, জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারের পক্ষ থেকে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক, যেখানে থাকবে না বিসিবি সংশ্লিষ্ট কেউ।
জাহানারা যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ জানানোর পরই তার পাশে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তামিম। সেখানেই তিনি দাবি করেছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করার এবং তদন্তকে নিরপেক্ষ রাখতে সেখানে বিসিবির কাউকে না রাখার।
জাহানারার অভিযোগের দুই দিন পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিসিবি। সেখানে অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন আইনজীবীর সঙ্গে রাখা হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে। জাতীয় ক্রীড়া পরিষদ বা ক্রীড়া মন্ত্রণালয় কোনো তদন্ত কমিটি গঠন করেনি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বরং বলেছেন, বিসিবির তদন্ত কমিটির ওপরই আস্থা রাখার কথা জানিয়েছেন।