প্রশাসনের শীর্ষপদে চুক্তিভিত্তিক নিয়োগে অসন্তোষ
প্রশাসনের শীর্ষ পদগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগের ফলে নিয়মিত চাকরিতে থাকা যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে প্রশাসনের ভেতরে অসন্তোষ বাড়ছে বলে জানিয়েছেন সচিবালয়ের অফিসাররা।
বেসামরিক প্রশাসনের ৮০ জন সচিব ও সচিব মরযাদার অফিসারদের মধ্যে কমপক্ষে ২০ জন চুক্তিভিত্তিকভাবে কাজ করছেন। যার অন্তত ১০ জন সিনিয়র সচিব পদে কর্মরত।
অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসে অন্তত ১২ জন সচিব ও সিনিয়র সচিবকে প্রশাসনে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যেসব পদে একসঙ্গে সবাইকে চুক্তিভিত্তিক নিয়োগ এর আগের কোনো সরকার দেয়নি, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বরাষ্ট্র সচিব—সবাই বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত। তাদের অনেকে বেশ আগেই অবসরে গিয়েছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়মিত চাকরি থেকে ১৫ বছরের বিরতি ছিল। ২০০৯ সালে ওএসডি হওয়ার পর তিনি ২০১৬ সালে অবসরে যান।