আরেক দক্ষিণি ছবির ঝড়, ৭ দিনে ৫০ কোটি পার

প্রথম আলো প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৫২

‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’র পর বক্স অফিসে ঝড় তুলেছে আরেকটি মালয়ালম সিনেমা। গত ৩১ অক্টোবর মুক্তির পর থেকে দর্শক–সমালোচকদের প্রশংসা পাচ্ছে সিনেমাটি। বক্স অফিসে এর মধ্যেই ৫০ কোটি রুপি আয় পার করেছে। খবর হিন্দুস্তান টাইমসের


অভিনেতা প্রণব মোহনলাল এখন মালয়ালম সিনেমার নতুন মুখ, যাঁর সাম্প্রতিক সাফল্য প্রমাণ করছে—তিনি কেবল সুপারস্টার মোহনলালের ছেলে নন, বরং নিজেই এক তারকা হয়ে উঠছেন।


রাহুল সদাশিবন পরিচালিত মনস্তাত্ত্বিক হরর থ্রিলার ‘ডায়েস ইরায়ে’ মুক্তির এক সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে ৫০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়েছে। ফলে পরপর তিনটি ছবিতে ৫০ কোটির ক্লাবে জায়গা করে নেওয়া দ্বিতীয় অভিনেতা হলেন প্রণব—প্রথমজন তাঁরই বাবা মোহনলাল।


প্রযোজকেরা এক্সে খবরটি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের ছবিটির বৈশ্বিক আয় ৫০ কোটি রুপি পূর্ণ হলো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও