স্টেজেই ব্যস্ত সালমা

দেশ রূপান্তর প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:১৩

দেশীয় সংগীতাঙ্গনের খুব আলোড়িত একটি নাম মৌসুমী আক্তার সালমা। ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে অডিও বাজারে আত্মপ্রকাশ করেন এই তরুণ গায়িকা। মূলত ক্লোজআপ ওয়ান নির্বাচিত হওয়ার পর থেকেই তুমুল ব্যস্ত সময় পার করছেন তিনি।


সাধারণত তার কণ্ঠে শ্রোতারা ফোক গান শুনতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে সালমার কণ্ঠে বেশ কিছু মৌলিক গানও প্রকাশিত হয়েছে। নতুন নতুন গান গাওয়া নিয়ে তিনি যেমন ব্যস্ত সময় পার করছেন ঠিক তেমনই এই সময়ে স্টেজ শো’তেও দারুণ সময় কাটাচ্ছেন তিনি। বলা চলে, প্রায় প্রতিদিনই স্টেজ মাতাচ্ছেন সালমা। এরই মধ্যে তিনি দুদিন আগে কক্সবাজার থেকে স্টেজ-শো করে ঢাকায় ফিরেছেন। আগামী ৮ নভেম্বর তিনি ঢাকার ‘বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’তে আয়োজিত এক অনুষ্ঠানে এবং ঢাকার অদূরে সোনারগাঁওতে আরেকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও