থিবো কোর্তোয়ার দেয়াল ভেঙে লিভারপুলের জয়োল্লাস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৫

দারুণ ছন্দে এগিয়ে চলা রেয়াল মাদ্রিদ ও কক্ষচ্যূত লিভারপুলের লড়াই শুরু হতেই দুই দলের রূপ বদলে গেল। আক্রমণের ঝড় তুলল স্বাগতিক দল। আর তাদের সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ালেন থিবো কোর্তোয়া। একটা সময় গিয়ে তার দেয়ালে চিড় ধরল। অসাধারণ এক জয়ের আনন্দে মাতোয়ারা হলো লিভারপুল।


অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে আর্না স্লটের দল। ব্যবধান গড়ে দিয়েছেন আলেক্সিস মাক আলিস্তের।


পুরো ম্যাচে বল দখলে বেশ পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য করে লিভারপুল। গোলের জন্য ১৭টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখতে পারে ৯টি। আর নিজেদের খুঁজে ফেরা রেয়ালের আট শটের কেবল দুটিই লক্ষ্যে ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও