২০৩৫ সালের মধ্যে শিক্ষার বাইরে ও কর্মহীন থাকবে ৭ কোটিরও বেশি তরুণ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ১৬:২৩
২০৩৫ সালের মধ্যে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ৭ কোটিরও বেশি তরুণ-তরুণী স্কুলের বাইরে ও কর্মহীন অবস্থায় থাকবে, যেখানে তরুণীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ সমস্যাটি এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হবে।
নারীদের ক্ষেত্রে সামাজিক রীতিনীতি, নিরাপত্তা এবং গৃহস্থালি ও শিশু যত্নের দায়িত্ব তাদের কর্মসংস্থানের সুযোগকে আরও সীমিত করে দিচ্ছে, বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সমস্যাগুলো মোকাবিলায় বেশ কিছু পরামর্শও দিয়েছে, যা তাদের গত মাসের ব্লগ পোস্টে প্রকাশিত হয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- কর্মহীন