ভ্রমণের জন্য টাকা জমানোর ১০ কৌশল
প্রথম আলো
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ১০:০৫
আসছে শীত মৌসুম। শীত মৌসুমে এ দেশের ঘোরাঘুরির সবচেয়ে ভালো সময়। সন্তানের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর ডিসেম্বর-জানুয়ারি মাসে পরিবার নিয়ে ঘুরতে যান অনেকেই। তাই ডিসেম্বর ও জানুয়ারি মাসকে পর্যটন মৌসুম হিসেবে বেশি বিবেচনা করেন সবাই। তবে এখন বছরজুড়েই ঘোরাঘুরি করেন অনেকে।
কিন্তু ঘোরাঘুরি করতে টাকা খরচ হয়। সামর্থ্য অনুসারে বাজেট ঠিক করা হয়। খরচ কমানোর জন্য অনেকে ব্যাকপ্যাক ট্যুর করেন। ননএসি বাসে যান, তুলনামূলক সস্তা হোটেলে থাকেন তাঁরা। আবার একটু আরাম-আয়েশে ভ্রমণ করতে পছন্দ করেন অনেকে।
অনেকে ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ নিয়ে কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করে ভ্রমণ খরচের বড় অংশ জোগান দেন। কিন্তু দিন শেষে এতে খরচ বাড়ে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ভ্রমণ