দুধ পুলি পিঠার রেসিপি
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ২১:০৮
                        
                    
                ব্যস্ত শহরের পথের ধারে চিতই পিঠা মিললেও, দুধ পুলি পিঠা সব জায়গায় মিলবে না।
এরচেয়ে বরং রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপিতে তৈরি করে নিতে পারেন এই মজাদার পিঠা।
উপকরণ
- তরল দুধ ১ লিটার
 - গুঁড়া দুধ ১ কাপ
 - চিনি আধা কাপ
 - খেজুরের গুড় আধা কাপ
 - চালের গুঁড়া দেড় কাপ
 - ময়দা আধা কাপ
 - ঘি ১ টেবিল-চামচ
 - দারুচিনি ১ টুকরা
 - এলাচ ২টি
 - পানি পরিমাণ মতো
 - পুর বানোনোর জন্য
 - ১টি নারিকেল কুড়িয়ে পরিমাণ মত গুড় ও চিনি দিয়ে জ্বাল করে নিতে হবে।
 
পদ্ধতি
- প্রথমে একটি হাঁড়িতে দুধ নিয়ে জ্বাল করে ফুটিয়ে নিন, তারপর চিনি দিন।
 - আগেই পানি দিয়ে গুড় জ্বালিয়ে ঘন করে ঠাণ্ডা করে নিতে হবে। এবার ফুটানো তরল দুধে ঘন গুড় ও গুঁড়া দুধ মিশিয়ে জ্বাল করে অল্প তাপে চুলায় বসিয়ে রাখুন।
 - অন্য একটি পাত্রে পানি ফুটিয়ে চালের গুঁড়া ও ময়দা দিয়ে মণ্ড তৈরি করে নিন। ঠাণ্ডা হলে ঘি দিয়ে মথে রুটি বানিয়ে গোল কাটার দিয়ে কেটে ছোট ছোট রুটি বানিয়ে এর ভেতর নারিকেলের পুর দিয়ে পুলি পিঠা বানিয়ে নিন।
 - এবার ফুটানো দুধে সবগুলো পিঠা দিয়ে দিন। একবার বলক উঠলে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।
 - ঠাণ্ডা হলে পরিবেশন করুন মজাদার দুধ পুলি পিঠা।
 
- ট্যাগ:
 - লাইফ
 - দুধ পুলি রেসিপি