You have reached your daily news limit

Please log in to continue


শাহরুখের জীবন থেকে নিতে পারেন যে ৮ শিক্ষা

শাহরুখ খানকে বলা হয় বলিউড বাদশা। এই উপাধি অবশ্যই যৌক্তিক। কারণ অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে তিনি কোটি মানুষের মন জয় করেছেন।

আজ ২ নভেম্বর ৬০ বছরে পা দিচ্ছেন বলিউড সুপারস্টার। এই বিশেষ দিনে তার জীবন থেকে ৮টি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারেন, যেগুলো আপনাকে অনুপ্রাণিত করবে।

সমালোচনা সহ্য করা

নিজেকে নিয়ে হাসি-ঠাট্টা করতে পারার ক্ষমতা একটি বড় গুণ। যারা নিজেকে নিয়ে মজা করতে জানে, তারা সাধারণত যে কোনো সমালোচনাকে সহনীয়ভাবে নিতে পারে। তাই এই গুণটি যে কাউকে কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করে।

নীরবতা মানে দুর্বলতা নয়

শাহরুখ তার ক্যারিয়ারে অনেক উত্থান-পতন দেখেছেন। কিন্তু তিনি হতাশ হননি। নিজের ব্যাপারে নীরব থেকেছেন। হঠাৎ মন্তব্য না করে পরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, নীরব থাকা মানে দুর্বল হয়ে যাওয়া না, বরং বুঝে-শুনে সিদ্ধান্ত নেওয়া।

জীবনে সততা গুরুত্বপূর্ণ

শাহরুখ খান তার ক্যারিয়ারে পারফেকশনিস্ট হওয়ার চেয়ে সত্যনিষ্ঠ থাকাকে বেশি প্রাধান্য দিয়েছেন। সিনেমা বা সম্পর্কে সততা বেশি গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, নিজের কাজে সততা না থাকলে নিখুঁত হয়ে খুব বেশি লাভ হয় না। বরং সত্যনিষ্ঠ থাকলে সফলতা আসে।

স্বপ্নের কোনো সীমা নেই

শাহরুখ নিজেকে নিয়ে স্বপ্ন দেখতেন। সে স্বপ্নের কোনো সীমানা ছিল না। তাই একজন মধ্যবিত্ত 'দিল্লির ছেলে' বলিউডের এত বড় তারকা হতে পারলে, আমাদেরও বড় স্বপ্ন দেখা উচিত। শাহরুখ দেখিয়েছেন, সাফল্যের জন্য প্রয়োজন শুধু ইচ্ছাশক্তি ও দৃঢ়তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন