পাঁচ দফা দাবিতে আন্দোলনরত এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা সোমবার বিক্ষোভের ডাক দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সড়ক ছেড়ে দিয়েছেন।
রোববার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে তারা সড়ক ছেড়ে দেন।
এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে পদযাত্রা নিয়ে এগিয়ে যেতে থাকলে শিক্ষকদের কদম ফোয়ারার সামনে আটকে দেয় পুলিশ। এরপর থেকে সেখানেই সড়ক আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন শিক্ষকরা। এর মধ্যে শিক্ষক প্রতিনিধিরা সচিবালয়ে যান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে।
সন্ধ্যায় সচিবালয় থেকে আন্দোলনস্থলে ফিরে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, “আমাদের দাবি পাঁচটার— পাঁচটাই তারা মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আছে। এর মধ্যে একটা দাবি সোমবার স্বাক্ষর হবে।
“এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল অনুমোদন হবে বলে জানানো হয়েছে।
“দুপুর থেকে শিক্ষকরা যে সড়ক আটকে আছেন, সেজন্য জনভোগান্তির দায়ভার রাষ্ট্রের। আমরা যখন কর্মসূচি ঘোষণা দিয়েছি, তখন তারা সিদ্ধান্ত দেয়নি। আমরা কর্মসূচি শুরুর পর তারা সিদ্ধান্ত দিয়েছে। এর দায়ভার রাষ্ট্রের।”