সড়ক দুর্ঘটনায় সাবেক ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ১৩:১৯

ত্রিপুরা রাজ্য দলের সাবেক অধিনায়ক রাজেশ বনিক পরপারে পাড়ি জমালেন ৪০ বছর বয়সে। পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে সড়ক দুর্ঘটনায় তার মৃতু হয়।


ত্রিপুরার হয়ে ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ ও ২৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন রাজেশ। নেতৃত্ব দিয়েছেন দলকে। খেলা ছাড়ার পর অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন।


প্রথম শ্রেণির ক্রিকেটে খুব সমৃদ্ধ রেকর্ড নয় রাজেশের। তবে বয়সভিত্তিক ক্রিকেটে সমগ্র ভারতের সম্ভাবনাময় ক্রিকেটারদের একজন ছিলেন তিনি। ভারতের অনূর্ধ্ব-১৫ দলে খেলেছেন তিনি আম্বাতি রায়ডু, ইরফান পাঠানদের সঙ্গে। ২০০০ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল অনূর্ধ্ব-১৫ আসরে খেলেছেন। ভারতের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ইংল্যান্ড সফরেও গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও