বাড়িতে থাকা উপাদানেই দূর হবে পাপোশের সব দাগ
পাপোশ ঘর সাজানোর একটি গুরুত্বপূর্ণ অংশ। বাড়ির সৌন্দর্য বাড়াতে নানা রং ও ডিজাইনের পাপোশ ব্যবহার করা হয়। তবে অনেকেই পাপোশ পরিষ্কারে অবহেলা করেন। নিয়মিত ব্যবহার ও ধুলা-ময়লার কারণে পাপোশ খুব দ্রুত নোংরা হয়ে যায়, রং ফিকে হয়ে যায়। ফলে ঘরের সৌন্দর্যও নষ্ট হয়।
পাপোশের দাগ দূর করা তাই খুবই জরুরি। ঘরেই থাকা কয়েকটি উপাদান দিয়ে খুব সহজেই দাগ তুলতে পারেন।
আসুন জেনে নেওয়া যাক পাপোশের দাগ কীভাবে পরিষ্কার করবেন-
১. ভিনেগার ও ডিটারজেন্টের ব্যবহার
রং বা নেইল পলিশের মতো শক্ত দাগ দূর করতে ব্যবহার করতে পারেন ভিনেগার ও ডিটারজেন্টের মিশ্রণ ব্যবহার করতে পারেন। একটি পাত্রে ভিনেগার, তরল ডিটারজেন্ট ও পানি একসঙ্গে মিশিয়ে নিন। এরপর একটি স্পঞ্জ সেই মিশ্রণে ডুবিয়ে দাগের জায়গায় ঘষে নিন। শেষে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন।
২. ডিশ ওয়াশিং লিকুইড দিয়ে
পাপোশের হালকা দাগ তুলতে ১ কাপ কুসুম গরম পানিতে ২-৩ ফোঁটা ডিশ ওয়াশিং লিকুইড মিশিয়ে নিন। একটি তোয়ালে সেই মিশ্রণে ভিজিয়ে দাগের জায়গা ঘষে নিন। আগে চারদিক পরিষ্কার করে তারপর মাঝের অংশ ঘষে তুলুন। প্রয়োজনে হালকা চাপ দিয়ে চেপে চেপে দাগ তুলতে পারেন।
৩. ভিনেগারের ব্যবহার
পাপোশে চা বা কফির দাগ দূর করতে সাদা ভিনেগার বেশ কার্যকর। একটি স্প্রে বোতলে সমপরিমাণ পানি ও সাদা ভিনেগার মিশিয়ে নিন। এবার দাগের ওপর মিশ্রণটি স্প্রে করুন। পরিষ্কার কাপড়, স্পঞ্জ বা তোয়ালে দিয়ে দাগের জায়গায় হালকা চাপ দিয়ে চেপে চেপে দাগ তুলতে থাকুন। কয়েকবার একইভাবে করলে দাগ উঠে যাবে। এতে করে সহজেই পাপোশের দাগ দূর হবে।
- ট্যাগ:
- লাইফ
- দাগ দূর করার উপায়