মনোনয়ন দৌড়ে বিএনপির দুই নেতা, মাঠে সক্রিয় জামায়াত-এনসিপিও
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-৪ আসনেও (শ্যামপুর-কদমতলী) বিরাজ করছে নির্বাচনি আমেজ। ভোটারদের নিজের দিকে টানতে জোর প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনি এলাকার অলিগলি।
এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে কাকে জনপ্রতিনিধির চেয়ারে বসাবেন সে বিষয়ে হিসাব-নিকাশ কষছেন ভোটাররাও। এক্ষেত্রে স্থানীয়দের সঙ্গে প্রার্থীদের সম্পর্ক, নাগরিক ভোগান্তি নিরসনে নেওয়া পদক্ষেপ ও বিগত দিনে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তারাই ভোটযুদ্ধে এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
এই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বেশ কিছু সম্ভাব্য প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। তবে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যেই মূল লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।