You have reached your daily news limit

Please log in to continue


মিশরের গ্র্যান্ড মিউজিয়াম উদ্বোধন, তুতেনখামেনের সমাধি প্রথম পুরোপুরি প্রদর্শন

প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি, গিজায় খুফুর গ্রেট পিরামিডের পাশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে মিশরের বিশাল প্রত্নতাত্ত্বিক জাদুঘর‘গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম’ (জিইএম)।

বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে যাত্রা শুরু করা এই মিউজিয়ামে স্থান পেয়েছে প্রায় এক লাখ প্রত্নবস্তু। যা মিসরের প্রাক-রাজবংশীয় যুগ থেকে শুরু করে গ্রিক ও রোমান আমল পর্যন্ত প্রায় সাত হাজার বছরের ইতিহাস তুলে ধরেছে।

জাদুঘরটির উদ্বোধনকে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ। বিশিষ্ট মিশরবিদরা মনে করছেন, এই জাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে বিদেশে থাকা গুরুত্বপূর্ণ মিশরীয় নিদর্শন ফেরত আনার দাবি আরও জোরদার হবে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ মিউজিয়ামের বিখ্যাত ‘রোসেটা স্টোন’।

গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম (জিইএম)-এর অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে, বালক রাজা তুতেনখামেনের অক্ষত সমাধি থেকে উদ্ধার করা পুরো সংগ্রহ প্রথমবারের মতো একসঙ্গে প্রদর্শন। এর মধ্যে রয়েছে তার সোনার মুখোশ, সিংহাসন, রথসহ ৫ হাজার ৫০০টিরও বেশি সামগ্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন