জাতীয় দলে অস্থিরতা কমানোর ওষুধ কী

প্রথম আলো প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০৯:৪৪

মাঠে পারফরম্যান্স নেই, বাইরে সমালোচনার ঝড়। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হচ্ছে, কাঠগড়ায় উঠছেন কোচিং স্টাফের সদস্যরাও। সব মিলিয়ে অস্থির এক সময়ই কাটছে বাংলাদেশের ক্রিকেটে। তবে যত দ্রুত সম্ভব জাতীয় দলকে ঘিরে থাকা এই অস্থিরতা কাটিয়ে উঠতে চাইছে বিসিবি।


সেটির প্রথম ধাপ হিসেবে কাল টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের জন্য অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে নাজমুল হোসেনের নাম। গত জুনে ওয়ানডে সংস্করণে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর নিজেই টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব না করার ঘোষণা দেন নাজমুল। তিন সংস্করণে তিন অধিনায়ক—বোর্ডের এমন সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না তিনি।


নাজমুল টেস্ট নেতৃত্ব ছাড়তে পারেন, সেই সময় এমন খবর জানার পর তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় বিসিবি। শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে এ সংস্করণে নেতৃত্ব ছাড়ার কথা জানিয়ে দেন নাজমুল। টেস্ট দলের নতুন নেতৃত্বের আলোচনার শুরুতে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নাম থাকলেও শেষ পর্যন্ত নাজমুলকেই আবার দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিল বিসিবি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও