যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে ৯ যাত্রী আহত, গ্রেপ্তার ২

ডেইলি স্টার যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০৯:১৯

ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর ক্যামব্রিজের কাছে একটি ট্রেনে একাধিক ছুরিকাঘাতের ঘটনায় নয়জন গুরুতর আহত হয়েছেন। এই হামলার পর দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলাকে 'ভয়াবহ ঘটনা' হিসেবে অভিহিত করেছেন।


ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি) জানায়, পুরো ঘটনা ও এর উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য তারা তদন্ত করছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী ইউনিটও তদন্তে সহায়তা করছে।


বিটিপির চিফ সুপারিনটেনডেন্ট ক্রিস কেসি বলেন, 'আমরা দ্রুত তদন্ত চালাচ্ছি, যেন সঠিক তথ্য জানা যায়। তদন্তে কিছুটা সময় লাগবে, তাই এখনই কোনো অনুমান করা ঠিক হবে না।'


ক্যামব্রিজশায়ার পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে তারা খবর পায়, উত্তর ইংল্যান্ডের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী একটি ট্রেনে একাধিক যাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে। এরপর ট্রেনটি হান্টিংডন স্টেশনে থামানো হয়, যেখানে পুলিশ ট্রেনে প্রবেশ করে দুজনকে গ্রেপ্তার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও