ব্যক্তি বদলানো ছাড়া সমাজ-রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়: শফিকুল ইসলাম মাসুদ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০১:০৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ব্যক্তি বদলানো ছাড়া সমাজ বা রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়। তাই মাদরাসা, স্কুল ও কলেজসহ সব শিক্ষাঙ্গনকে সঙ্গে নিয়ে বড় পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে।
শনিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাউফল পৌর শহরের মুসলিমপাড়া বালুর মাঠে রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার হিফজ বিভাগের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের পরিবর্তনের মধ্য দিয়েই আমরা পুরো বাংলাদেশকে পরিবর্তন করব।
তিনি আরও বলেন, ব্যক্তি বদলালে পরিবার বদলায়, পরিবার বদলালে সমাজ বদলায়, সমাজ বদলালে রাষ্ট্র বদলায়। আমাদের তরুণ শিক্ষার্থীরা যদি দেশের বড় ফ্যাসিস্ট শাসনকে বিদায় দিতে সক্ষম হয়, তবে তারা বাংলাদেশে ইসলামের বিজয়ও নিশ্চিত করতে পারবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সমাজ পরিবর্তন
- পরিবর্তন