ডেঙ্গুজনিত মৃত্যু এবং সংক্রমণ বাড়ছেই। শুধুমাত্র অক্টোবর মাসেই দেশে ডেঙ্গুতে ৮০ জন মারা গেছেন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ২২ হাজার ৫২০ জন। এই সংখ্যা বছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে এখন উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বর থেকে তাপমাত্রা কমতে শুরু করলে ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কমতে পারে। তবে এই হ্রাস খুব সামান্যই হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য থেকে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে ১৩৪ জন ডেঙ্গুতে মারা গিয়েছিলেন। হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৩০ হাজার ৮৭৯। আর নভেম্বরে মারা যান ১৭৩ জন, হাসপাতালে ভর্তি হন ২৯ হাজার ৬৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত মোট ২৭৮ জন ডেঙ্গুতে মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ৮৬২ জন।
কীটতত্ত্ববিদ জিএম সাইফুর রহমান বলেন, বর্তমানে সামান্য নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।