You have reached your daily news limit

Please log in to continue


৩০ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, গাজায় ফের হামলা

ইসরায়েলের তাদের হাতে আটকের পর মারা যাওয়া আরও ৩০ ফিলিস্তিনি বন্দির মৃতদেহ অবরুদ্ধ গাজায় ফেরত পাঠিয়েছে।

শুক্রবার রেডক্রসের মাধ্যমে ফেরত পাঠানো এসব ফিলিস্তিনিদের কারও কারও শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে বলে আল জাজিরা জানিয়েছে।

ফিলিস্তিনিদের এসব দেহাবশেষ ফেরত আসার দিনটিতেও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চলমান নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনি ছিটমহলটিতে চালানো এসব হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

গাজার পূর্বাঞ্চলীয় শুজায়ে এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত ও তার ভাই আহত হন। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে আরেক ফিলিস্তিনি নিহত হন। আর ইসরায়েলি বাহিনীর আগের গোলাবর্ষণে আহত তৃতীয় আরেকজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

গাজার দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন, ছিটমহলটির মধ্যাঞ্চলীয় আয-যাহার এলাকার আবু মাদিয়ান পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে তারা এক ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করেছে।

এই এলাকার পাশাপাশি এ দিন ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের ভবনগুলোতেও আঘাত হেনেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন