বাংলাদেশের প্রায় প্রতিটি ম্যাচ শেষেই আলোচনার কেন্দ্রে থাকে ব্যাটিং পারফরম্যান্স। বোলারদের কল্যাণে আশা জাগলেও, ব্যাটাররা তাকে হতাশায় রূপ দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না। গত এক বছর ধরে কোনো ব্যাটারই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তা যে ফরম্যাটেই হোক না কেন, বিশেষত ওয়ানডেতে। যদিও একই সমস্যা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ।
মিরপুরের সেই স্পিন-নির্ভর কালো উইকেট নেই বন্দরনগরী চট্টগ্রামে। ফলে যথারীতি ফেইল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ফরম্যাট বদলে টি-টোয়েন্টি হলেও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভাঙা যাচ্ছে না। ফলে ইতোমধ্যে দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে লিটন দাসের দল। তাদের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (শুক্রবার) মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। আগের একাদশে ফেরা জাকের আলি অনিক যথারীতি ব্যাটিং ব্যর্থতার কারণে এদিন বাদ পড়তে পারেন। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে আরও পরিবর্তন আনার সম্ভাবনা প্রবল। ব্যাট হাতে রান পাচ্ছেন না শামীম পাটোয়ারী, তার বদলে একাদশে ফিরতে পারেন নুরুল হাসান সোহান। এ ছাড়া গেল ম্যাচের একাদশ থেকে বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ, সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম।