 
                    
                    আইপ্যাড এয়ার, মিনি ও ম্যাকবুক এয়ারে আসছে ওএলইডি ডিসপ্লে?
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ২২:১৯
                        
                    
                আইপ্যাড এয়ার, আইপ্যাড মিনি এবং ম্যাকবুক এয়ারে ওএলইডি ডিসপ্লে যুক্ত করার পরিকল্পনা করছে অ্যাপল এমন আভাস মিলেছে।
ওএলইডি প্রযুক্তি বর্তমান এলসিডি ডিসপ্লের তুলনায় গভীর কালো রং ও উন্নত কনট্রাস্ট দেয়। ফলে ভিডিও দেখা, কনটেন্ট তৈরি বা বিনোদনের জন্য আরও ভালো ভিজুয়াল অভিজ্ঞতা দিতে পারে। তবে এই প্রযুক্তি ব্যয়বহুল হওয়ায় ভবিষ্যতে মডেলগুলোর দাম বাড়তে পারে।
ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যানের এক প্রতিবেদনে উল্লেখ রয়েছে, অ্যাপল এরইমধ্যে এই তিনটি ডিভাইসের ওএলইডি সংস্করণ পরীক্ষা করছে। সাধারণত এই ডিসপ্লে প্রযুক্তি উচ্চমানের পিসি ও ট্যাবলেটে ব্যবহার করা হয়। বর্তমানে আইফোন ছাড়া অ্যাপলের আইপ্যাড প্রো সিরিজেই শুধু ওএলইডি ডিসপ্লে আছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ওএলইডি ডিসপ্লে
 
                    
                 
                    
                 
                    
                