লোকাল ট্রেনে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে এক কিশোরী। এ দৃশ্য নতুন কিছু নয়, প্রায়ই দেখা যায় লোকাল ট্রেনে। কিন্তু তার গানের গলা, মন ছুঁয়ে গিয়েছে যাত্রীদের। তাঁদের কাছে সে শুধুমাত্র একজন শিল্পী নয়, সাহস আর অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। ঘটনা মুম্বইয়ের লোকাল ট্রেনের। সেই ভিডিয়োই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি বেশ নজর কেড়েছে নেটিজ়েনদের।
জানা গিয়েছে, কিশোরীর নাম সোনি। বয়স মাত্র ১৩ বছর। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। তাই পরিবারের পাশে দাঁড়াতে প্রতিদিন সকালে লোকাল ট্রেনে হারমোনিয়াম বাজায় সোনি। প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত দাদার থেকে রামমন্দির রুটে যাতায়াত করে সোনি। ছুটির দিন, অর্থাৎ রবিবার তার কাজের সময় থাকে সকাল ৭টা থেকে দুপুর ২টো পর্যন্ত।