২৪ ঘণ্টা পর অদৃশ্য হবে পোস্ট : থ্রেডসে নতুন ফিচার
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১২:১৫
‘ঘোস্ট পোস্ট’ নামে নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস। এই ফিচার ব্যবহার করে কোনো পোস্ট ২৪ ঘণ্টা পর নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা এখন চাইলে অস্থায়ীভাবে নিজেদের ভাবনা বা মন্তব্য শেয়ার করতে পারবেন। যেগুলো একদিন পর স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ হয়ে যাবে।
থ্রেডসের মতে, এই ‘ঘোস্ট পোস্ট’ ফিচারের মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের মধ্যে “নির্ভয়ে ভাব প্রকাশের সংস্কৃতি” গড়ে তোলা। অনেকেই সামাজিক মাধ্যমে স্থায়ী পোস্ট দিতে সংকোচ বোধ করেন- এই ফিচার তাদের জন্যই স্বস্তির জায়গা তৈরি করবে।
যে কেউ চাইলে নতুন পোস্ট দেওয়ার সময় ‘ঘোস্ট’ আইকন অন করে ঘোস্ট পোস্ট তৈরি করতে পারবেন। ২৪ ঘণ্টা পর পোস্টটি অদৃশ্য হয়ে যাবে। তবে যেসব ব্যবহারকারী পোস্টটিতে লাইক বা রিপ্লাই দেবেন সেই তথ্য কেবল পোস্টদাতা নিজেই দেখতে পাবেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন ফিচার
- থ্রেডস