বাঘায় পদ্মার চরে জমি দখল নিয়ে কুষ্টিয়ার ‘কাকন বাহিনীর হামলা’, গুলিবিদ্ধ হয়ে নিহত ২

www.ajkerpatrika.com বাঘা প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ২২:৪১

রাজশাহীর বাঘায় পদ্মার চরাঞ্চলের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রতিপক্ষের গুলিতে আমান মণ্ডল (৩৬) ও নাজমুল মণ্ডল (২৬) নামের দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মুনতাজ মণ্ডল (৩২), রাবিক হোসেন (১৮) নামের আরও দুই যুবক।


হতাহত ব্যক্তিরা সবাই রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চল নীচ খানপুর গ্রামের বাসিন্দা।


পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সোমবার বেলা ১১টায় চরের জমি দখলকে কেন্দ্র করে নীচ খানপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে একটি পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুরুতর আহত হন নীচ খানপুর গ্রামের আমান মণ্ডল, মুনতাজ মণ্ডল, নাজমুল মণ্ডল ও রাবিক হোসেন। এলোপাতাড়ি গুলি ছোড়ার কারণে প্রথমে আহতদের উদ্ধার করা যায়নি। পরে আরও গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছলে অন্য পক্ষ সরে যায়। তখন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আমান মণ্ডল মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও