ঢাকার সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা-ভাঙচুর আর অগ্নিসংযোগের পর গোটা এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
রাতভর সংঘর্ষের পর সোমবার সকালে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে ধ্বংসস্তূপের চিহ্ন দেখা গেছে। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা গেছে।
সোমবার দুপুর পর্যন্ত এ নিয়ে কোনো মামলা হয়নি। তবে জানা গেছে, দুপক্ষই মামলার প্রস্তুতি নিয়েছেন।
এই অবস্থার মধ্যে মঙ্গলবার থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পাশাপাশি রেজিস্ট্রার অধ্যাপক মীর আকতার হোসেন স্বাক্ষরিত চিঠিতে সোমবার সন্ধ্যার মধ্যে চারটি আবাসিক হলের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।