২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব : ঘোষিত কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ২১:৪৬
২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব, গণহত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনার প্রতিবাদে পূর্ব ঘোষিত ঢাকাসহ সারাদেশের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে ২৮ অক্টোবর (মঙ্গলবার) পূর্ব ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আগামীকাল ২৮ অক্টোবর জাতির ইতিহাসে এক ভয়াল দিন। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতা-কর্মী।