You have reached your daily news limit

Please log in to continue


নারীদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে আস্থার সংকট কাটিয়ে উঠতে হবে: রাশেদা কে চৌধূরী

আসন্ন জাতীয় নির্বাচনে নারীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, সেটা নিয়ে সর্বস্তরে আস্থার সংকট আছে বলে মনে করছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী।

নারীদের ভোটাধিকার নিয়ে একটি উঠান বৈঠকের আলোচনার খণ্ডাংশ তুলে ধরে রাশেদা কে চৌধূরী বলেন, ‘সাধারণ মানুষ বলছে, ভোট না হয় না দিলাম। কিন্তু আমার ভোটটা যদি অন্য কেউ দিয়ে দেয়? এই যে আস্থার সংকটটা, এইটা আমাদের কাটিয়ে উঠতে হবে। এটা আস্থার সংকটটা আছে মানুষের মনের মধ্যে যে আমরা যথাযথভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারব কি না? সেটা সর্বস্তরে আছে।’

‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন: রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন রাশেদা কে চৌধূরী। একশনএইড বাংলাদেশ ও প্রথম আলোর আয়োজনে আজ সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এ গোলটেবিল অনুষ্ঠিত হয়। এর আগে দেশের নয়টি জেলায় আয়োজিত গোলটেবিল বৈঠক থেকে উঠে আসা সুপারিশগুলো তুলে ধরেন একশনএইড বাংলাদেশের উইমেন রাইটস লিড মরিয়ম নেছা। গোলটেবিল বৈঠকটি পরিচালনা করেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।

নির্বাচনে নারীদের প্রার্থী করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে দেশের নারীরা এগিয়ে এগিয়ে যেতে পারবেন না বলে উল্লেখ করেন রাশেদা কে চৌধূরী। তিনি বলেন, ‘যদি রাজনৈতিক দলগুলো অনেক বেশি কমিটমেন্ট বা সদিচ্ছা না দেখায়, তাহলে নারী পারবে না। মানি (অর্থ), মাসল পাওয়ারের (পেশিশক্তি) যে প্রভাব বিগত সব নির্বাচনে কমবেশি দেখা গেছে, সেখানে নারী প্রান্তিক হয়ে যাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন