‘আমাকে মারবে বখতিয়ার-আলাউদ্দিন-হেলাল’, যুবদলকর্মী আলমের আশঙ্কা ছিল আগেই
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১১:৩০
চট্টগ্রামের রাউজানে গেল শনিবার প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে যুবদলকর্মী মুহাম্মদ আলমগীর আলমকে। এই হত্যাকাণ্ডের পর কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে; যেগুলোতে দেখা যায় এমন ঘটনার আশঙ্কা আগে থেকেই করছিলেন আলম।
ভিডিওগুলোতে আলমগীর আলমকে যেসব কথা বলতে দেখা যায় সেখানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান ও বখতিয়ার ফকিরসহ বেশ কয়েকজনের নামও উঠে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত শেষে আলমগীরের মরদেহ নেওয়া হয়েছে রাউজানে।
শনিবার বিকেলে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজারসংলগ্ন কায়কোবাদ জামে মসজিদের সামনে গুলি করে হত্যা করা হয় আলমকে। এ সময় তার স্ত্রী ও সন্তান পেছনে একটি অটোরিকশায় ছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গুলি করে হত্যা