চাপে থাকা নেতানিয়াহু কি আগাম নির্বাচনের দিকে নজর দিচ্ছেন
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির কারণে ব্যাপক চাপে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকারে নিজ জোটের অনেক মিত্রই এখন তাঁর বিরোধিতা করছেন। এমন পরিস্থিতিতে ক্ষমতা হারানোর শঙ্কা দেখা দিয়েছে তাঁর। বিশ্লেষকেরা বলছেন, নেতানিয়াহুকে দেখে মনে হচ্ছে পিঠ বাঁচাতে আগাম নির্বাচনের দিকে নজর দিচ্ছেন তিনি।
বর্তমানে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর কট্টরপন্থী জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। পার্লামেন্টে ১২০ আসনের ঠিক অর্ধেক—৬০ আসন রয়েছে তাদের। ফলে সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আনা হলে তা থেকে বাঁচার সুযোগ কম। এরই মধ্যে ২০ অক্টোবর থেকে আবার নেসেটে অধিবেশন শুরু হয়েছে। এটি সরকারের জন্য বড় একটি হুমকি।
গাজায় টানা দুই বছর ধরে চরম নৃশংসতা ও জাতিগত নিধন চালানোর পর ১০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে যুদ্ধবিরতিতে রাজি হয় নেতানিয়াহু সরকার। তবে সরকারি জোটের অনেক দল এর বিপরীতে গিয়ে দাবি করে, গাজায় হামলা চালিয়ে যেতে হবে। আপাতত তারা জোট ত্যাগ না করলেও সরকারে থাকার জন্য নানা দাবি নিয়ে দর-কষাকষি বাড়িয়েছে।