ববি-বাশারের কল রেকর্ড ফাঁস, সম্পর্কে ‘পল্টিবাজি’ নিয়ে বাকবিতণ্ডা!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৭:১৬

কয়েক বছর ধরে আলোচনার বাইরে ছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। কিন্তু চলতি মাসে প্রেম ও গোপন বিয়ের গুঞ্জন ঘিরে ফের আলোচনায় আসেন তিনি। প্রযোজক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার পর নতুন করে ব্যবসায়ী-প্রযোজক মির্জা আবুল বাশার-এর সঙ্গে তার প্রেম এমনকি বিয়ের খবরও ছড়িয়ে পড়ে। এর মাঝেই ফাঁস হয় একটি কল রেকর্ড, যা নতুন আলোচনার জন্ম দিয়েছে। 


ওই অডিওতে বোঝা যায়, চিত্রনায়িকা ববি ও বাশারের মধ্যে প্রেম চলছে। সেই সম্পর্কের মধ্যে বেশ কিছু অভিযোগ আনেন ববি। বাশারও কথা কাটাকাটি করেন। তবে চিত্রনায়িকা ববি তার কথপোকথনে বাশারের প্রতি নিজের ভালোবাসার কথাও জানান।


প্রায় তিন মিনিটের সেই অডিওতে শোনা যায়, ববি ও বাশারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথোপকথন, অভিযোগ আর মনোমালিন্যের ঝাঁঝ। কথোপকথনের এক পর্যায়ে ববিকে বলতে শোনা যায়, ‘তোমার কাছে আমি সবসময় প্রয়োজন, কিন্তু প্রিয়জন নই।’ উত্তরে বাশার বলেন, ‘পল্টি মারি ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে মারি নাই।’ এ কথা শুনে ববি চমকে যান। পরে বাশার আবার বলেন, ‘সেকেন্ডের মধ্যেই পল্টি মারতে পারি আমি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও