দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেটের আসর জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে আজ। তবে চার দিনের ম্যাচের আসর শুরু হওয়ার আগে প্রস্তুতি নিয়ে অসন্তুষ্টি রয়ে গেছে কয়েকটি দলের। এনসিএল টি–টোয়েন্টি খেলার পর বেশির ভাগ দলই লাল বলে ৩–৪ দিনের বেশি অনুশীলন করতে পারেনি। প্রস্তুতিতে বাধা হয়েছে মাঠ সংকটও।
বরিশালের প্রধান কোচ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল লিগ শুরুর আগে ক্রিকেটারদের একটি প্রস্তুতি ম্যাচ খেলাতে চাইলেও মাঠ সংকটের কারণে পারেননি।
আশরাফুল কাল প্রথম আলোকে বলেছেন, ‘চার দিনের টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে যদি অন্তত তিন দিনের একটা ম্যাচ খেলাতে পারতাম, তাহলেও খেলোয়াড়দের মাঠে দাঁড়ানোর অভ্যাসটা হতো। কোচ হিসেবে খারাপ লাগছে এটা করতে না পারায়। প্রস্তুতিটা ঠিকঠাক নিতে পারিনি।’
একই রকম অসন্তোষ ঢাকার প্রধান কোচ মিজানুর রহমানের কণ্ঠেও। মিরপুরের সিটি ক্লাব মাঠে ৪ দিন অনুশীলন করলেও সেটিকে স্বাভাবিকভাবেই যথেষ্ট মনে করছেন না ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই কোচ। একটু ক্ষোভ নিয়েই বললেন, ‘এক সংস্করণ থেকে আরেক সংস্করণে যেতে আমাদের ছেলেদের অনেক সময় লাগে। কম করে হলেও ৬–৭টা সেশন দরকার। নিচু উইকেট অনুশীলন করে মাঠে এসে বাউন্সি পিচে খেলা—ওই প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নেই।’