যতদিন শাপলা না মিলছে ততদিন আন্দোলন, বড় কর্মসূচিতে যাচ্ছে এনসিপি
‘শাপলা’ প্রতীক ইস্যুকে কেন্দ্র করে ঢাকায় বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দলটির টানাপোড়েন বাড়লেও শেষমেশ রাজনৈতিক লড়াইয়ে যেতে হবে বলে মনে করছেন নেতারা। শাপলার বিকল্প ভাবছে না তারা, বরং এ প্রতীক নিয়ে রাজপথে শক্ত উপস্থিতি দেখাতে চায়। যতদিন ‘শাপলা’ না দেবে, ততদিন লড়াই চালিয়ে যাওয়ার কর্মসূচি হাতে নিচ্ছে দলটি।
শাপলা প্রতীক না পাওয়ার বিষয়টি আইনি পথে নয় বরং রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। তাদের ভাষ্যমতে, শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্ত শুধু প্রতীক নয়, এর সঙ্গে রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণের প্রশ্নও জড়িয়ে আছে।
এনসিপির একাধিক নেতা বলছেন, ইসি যদি শাপলা প্রতীক না দেয়, তা হবে একটি দলকে সাংগঠনিকভাবে দুর্বল করার প্রচেষ্টা। তাই রাজনৈতিকভাবে এর জবাব দেবে এনসিপি। শাপলা না দেওয়ার বিষয়ে ইসির কাছে আনুষ্ঠানিকভাবে আইনি ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে আগামী সপ্তাহে শাপলার জন্য কর্মসূচি আসছে।
গত ১৯ অক্টোবর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম বৈঠক করেন। ওইদিন বেলা ১১টায় বৈঠক শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঘণ্টাখানেকের বৈঠকে শুধুমাত্র শাপলা প্রতীক নিয়ে আলোচনা হয়। ইসির পক্ষ থেকে অন্য প্রতীক দিতে চাইলেও শাপলাতেই অনড় ছিল এনসিপি।