
উদ্বোধনী জুটিতে ১০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সাইফ-সৌম্য
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:৪৫
ক্রিকেট পাড়ায় মিপুরের উইকেট পরিচিত স্পিন স্বর্গ হিসেবে। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও প্রথম দুই ম্যাচে বেশ ভুগেছেন ব্যাটাররা। তবে শেষ ওয়ানডেতে মিরপুরের 'কালো' উইকেটেও রীতিমতো ঝড় তোলেন বাংলাদেশি দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান।
ইনিংসের ১৬তম ওভারেই শতরান পেরিয়ে যায় বাংলাদেশ। তাও আবার কোনো উইকেট না হারিয়ে। লম্বা সময় পর উদ্বোধনী জুটিতে শতরান এসেছে বাংলাদেশের।
সর্বশেষ ২০২৩ সালের মার্চে ওয়ানডেতে ওপেনিং জুটি থেকে শতরান পেয়েছিল বাংলাদেশ দল। সিলেটে সেই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস।
- ট্যাগ:
- খেলা
- ওয়েস্ট ইন্ডিজ
- ক্রিকেট ম্যাচ