ঢাকায় আজ স্পিনে স্পিনে টক্কর, সিরিজ জিতবে কে?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১২:৩২

দ্বিতীয় ওয়ানডেতেই দুই দল মোট ৮ জন জেনুইন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল। অকেশনাল স্পিনার ছিল আরও একাধিক। যার ফলে রীতিমতো ইতিহাস গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো একটি দল পুরো ৫০ ওভারই বল করিয়েছে স্পিনারদের দিয়ে। ফলও পেয়েছে ক্যারিবীয়রা। বাংলাদেশকে ২১৩ রানে বেঁধে রেখে শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচ জিতে নিয়েছে তারা।


মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আজ। সিরিজ এখন ১-১ সমতায় এবং আজকের ম্যাচেই নির্ধারণ হবে সিরিজ কার? শুধু তাই নয়, দারুণ একটি পরীক্ষাও হবে আজ, কোন দল স্পিনের মায়াজালে টিকে থাকতে পারে বেশি সময়। এককথায়, যে দল স্পিন ভালো খেলবে, তারাই সিরিজ জিতবে।


দ্বিতীয় ওয়ানডেতে ২১৩ রানের লড়াই শেষে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ এক রানের রোমাঞ্চকর জয় তুলে নেয়। ৯২ ওভার স্পিন বোলিংয়ের পরও কোনো ফল না আসায় বোঝাই যায়, ব্যাটারদের কষ্ট কেমন ছিল।


ওয়েস্ট ইন্ডিজ বরং ঢাকার এই ধীর, ঘূর্ণিপূর্ণ উইকেটকেই আলিঙ্গন করেছে। তারা দ্বিতীয় ম্যাচে পুরো ইনিংসটাই স্পিনারদের দিয়ে করিয়েছে— এক ওভারও পাননি পেসার জাস্টিন গ্রিভস। পার্টটাইম অফস্পিনার আলিক আথানাজে ছিলেন সেরা বোলার, ১০ ওভারে মাত্র ১৪ রানে ২ উইকেট নেন তিনি।


সম্ভাব্য একাদশ


বাংলাদেশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।


ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, আলিক অথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যাকিম অগাস্টে, শেরফানে রাদারফোর্ড, রস্টোন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রিভস, আকিল হোসেইন, খ্যারি পিয়েরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও